বুধবার, ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on মে ৩১, ২০২৪ by

নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি ‘পটাকা’ গানের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির সঙ্গে নিজের ৫ম গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গত বৃহস্পতিবার ইন্সট্রাগ্রামে এক পোস্টে ফুয়াদ বলেন, ‘ফারিয়া বলেছে আমি তার শৈশব সঙ্গীতের নায়কদের একজন। এবং সে নিজেকে চিমটি কেটেছিল কিন্তু আমাদের পারস্পরিক অনুভূতি একই। সে ভিন্ন ধাঁচের গান গেয়ে আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে যাচ্ছেন। এই ফ্যানগার্লিং চলতে থাকুক।’ সংগীত পরিচালক জানান, এ গানে তাদের সঙ্গে রয়েছেন তরুণ গায়ক সঞ্জয় ও বাঁধন। তবে গানের শিরোনাম, কিংবা কে লিখেছেন, গানটি কবে প্রকাশ পাচ্ছে এসব তথ্য পুরোপুরি গোপন রেখেছেন। সেই পোস্টে একজন লিখেছেন, ‘কারো কী মনে আছে ফুয়াদ একসময় নুসরাত ফারিয়াকে নিয়ে ট্রল ভিডিও করেছিল। এখন তাদেরকে দেখে হাসি পাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনি কী এখন বয়স লুকানোর জন্য নুসরাত ফারিয়ার শৈশব সঙ্গীতের ফ্যান হয়ে গিয়েছেন।’ দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছে ফুয়াদ আল মুক্তাদির। আর সেখান থেকে ভক্তদের উপহার দিয়ে আসছেন নতুন নতুন সব গান। সম্প্রতি তার পরিচালনায় প্রকাশ পেয়েছে স্প্রাইস নামের একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় গায়িকা জেফার রহমান। অন্যদিনে নুসরাত ফারিয়ার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান ‘বুঝি না তো তাই’। এছাড়াও ফারিয়ার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। তার মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ‘ফুটবল ৭১’ এটি পরিচালনা করবের নির্মাতা অনম বিশ্বাস। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা আরিফিন শুভকে।

About The Author

শেয়ার করুন