Last Updated on আগস্ট ২, ২০২৪ by
নতুন ওয়েব সিরিজ সম্পর্কে যা বললেন তানজিন তিশা
‘এই মুহূর্তে সিরিজটি নিয়ে কিছু বলতে পারছি না। অনেক কিছুই আমার মাথায় নেই। তবে এটুকুই বলতে পারি, এটা একটা ভিন্ন ধারার গল্প, দারুণ কাজ করছি। তবে কখন কোথায় রিলিজ হবে তা বলতে পারব না। কাজ এখনো শেষ হয়নি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুটিং শুরু হবে। আমিও অপেক্ষা করছি কাজটি শেষ করার।’-নিজের নতুন ওয়েব সিরিজ প্রসঙ্গে কথাগুলো বলেন অভিনেত্রী তানজিন তিশা। চলতি সময়ে নাটকের পাশাপাশি সমানতালে কাজ করছেন ওটিটি মাধ্যমেও। প্রতিটি কাজেই ভিন্ন ভিন্ন চরিত্রে মেলে ধরছেন নিজেকে। দর্শকদের কাজে বেশ প্রশংসিতও হচ্ছে সেগুলো। এবার নির্মাতা তানিম রহমান অংশুর একটি অ্যানথোলজি সিরিজে দেখা যাবে তিশাকে। জানা গেছে, ওয়েব সিরিজটিতে থাকছে ৬টি পর্ব। যদিও সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এতে তানজিন তিশার সঙ্গে অভিনয়ে রয়েছেন জিয়াউল পলাশ ও ইয়াশ রোহান। নির্মাতা জানিয়েছেন, সিরিজটির ৬ পর্বের মধ্যে ৫টির নাম ঠিক হয়েছে। সেগুলো হলো ‘রিউইন্ড’, ‘টাইম লুক’, ‘ক্রস কানেকশন’, ‘সাল্ড ফুল অ্যাক্ট’ ও ‘ব্রেকআপ প্যাঁচআপ’। এদিকে এরইমধ্যে রিউইন্ড নামে প্রথম পর্বের কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন নির্মাতা অংশু। তিনি আরো জানান, দেশের বর্তমান পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে সিরিজটির শুটিং। আর একদিন শুটিং হলে প্রথম পর্বের শুটিং শেষ হবে। এ ছাড়া দুটি পর্ব দেশে শুটিং হবে, বাকি ৪টি পর্বের শুটিং হবে অস্ট্রেলিয়ার সিডনিতে।