দৈনিক গৌড় বাংলা

সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নতুন অ্যাটর্নি জেনারেল হলেন আসাদুজ্জামান

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. আাসাদুজ্জামানকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত বুধবার ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আইন বিষয়ে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

About The Author