চাঁপাইনবাবগঞ্জে জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস)’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলাশহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেনÑ রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান।
জেলা নজেকশিস’র ভারপ্রাপ্ত সভাপতি নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমানসহ অন্য অতিথিবৃন্দ।
সভায় সমিতির বিগত দিনের প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান। শোক প্রস্তাব পাঠ করেন সিনিয়র সহসভাপতি ও সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন। সঞ্চালনা করেন নামোশংকরবাটী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুন ও আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের প্রভাষক দিলশাদ তহমিনা বেগম।
পরে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়।
কমিটির সভাপতি হলেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমান; তিন সহসভাপতি হলেনÑ নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম ও কানসাট সোলেমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হামিদ; সাধারণ সম্পাদক হলেনÑ চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বি.এম. কলেজের অধ্যক্ষ মো. আতিকুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক হলেনÑ রাধাকান্তপুর ডিগ্রি কলেজের প্রভাষক মোহা. গোলাম কিবরিয়া; তিন সহ-সাধারণ সম্পাদক হলেনÑ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক মো. বাবুল আখতার, রহনপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মোত্তালেব হোসেন ও আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের প্রভাষক দিলশাদ তহমিনা বেগম; কোষাধ্যক্ষ হলেনÑ শাহবাজপুর সোনামসজিদ ডিগ্রি কলেজের প্রভাষক মো. আল হাদী; সাংগঠনিক সম্পাদক হলেনÑ নামোশংকরবাটী ডিগ্রি কলেজের সহকার অধ্যাপক মোহা. ফিরোজ কবির; দুই সহ-সাংগঠনিক সম্পাদক হলেনÑ শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. হাফিজুল ইসলাম ও বিনোদপুর ডিগ্রি কলেজের প্রভাষক মো. তৌহিদ-উল-আলম; পরীক্ষা বিষয়ক সম্পাদক হলেনÑ কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল বাসার; দুই সহ-পরীক্ষা বিষয়ক সম্পাদক হলেনÑ রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক মো. সাদিকুল ইসলাম ও রানীহাটি ডিগ্রি কলেজের প্রভাষক মো. রাইহান আলী; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হলেনÑ শাহ নেয়ামতুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক মো. শাহজামাল; সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হলেনÑ গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের প্রভাষক মোহা. শফিকুল আলম; ক্রীড়া সম্পাদক হলেনÑ শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষক মো. রুবেল ইফতেখারুল হক; সহ-ক্রীড়া সম্পাদক হলেনÑ মহিপুর ডিগ্রি কলেজের প্রভাষক মো. জিয়াউল হক; প্রচার সম্পাদক হলেনÑ আলহাজ আবদুস সামাদ কলেজের প্রভাষক মো. রাকিবুল ইসলাম; সহ-প্রচার সম্পাদক হলেনÑ সোনামসজিদ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রি কলেজের প্রভাষক মোহা. জহির জামান; সমাজসেবা সম্পাদক হলেনÑ আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মো. মিনহাজুল ইসলাম; সহ-সমাজসেবা সম্পাদক হলেনÑ চৌডালা জোহুর আহমেদ মিঞা কলেজের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম; মহিলা বিষয়ক সম্পাদক হলেনÑ আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মোসা. তাজকেরা নাজনিন; সহ-মহিলা বিষয়ক সম্পাদক হলেনÑ কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের প্রভাষক মোসা. সাবিরন নেসা; পাঁচ কর্মচারী সদস্য হলেনÑ মহারাজপুর এসমা খাতুন চৌধুরী কলেজের অফিস সহকারী মো. বাবলুর রশিদ, কানসাট সোলেমান ডিগ্রি কলেজের অফিস সহকারী মো. তোরিকুল ইসলাম, শাহ নেয়ামতুল্লাহ কলেজের হিসাবরক্ষক মো. সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অফিস কাম হিসাব সহকারী মো. আবু তাহের সজিব ও কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. আবদুস সামাদ।
উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা এরা নির্বাচিত হন।