নওগাঁয় সাপের কামড়ে দম্পতির মৃত্যু

15

নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচরনপুর গ্রামে সাপের কামড়ে বেলাল হোসেন (২৬) ও তার স্ত্রী মৌসুমী আক্তারের (২১) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঘুমের মধ্যে বেলাল হোসেন ও মৌসুমী আক্তারকে সাপে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে তারা চিৎকার করলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই বেলালের পরিবারের সদস্যরা সাপটি ধরতে সক্ষম হন। স্থানীয়রা আরো জানান, মাসখানেক আগে একইভাবে বেলালের বাবা সিরাজউদ্দিনও মারা যান।
মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।