নওগাঁর সাপাহার উপজেলার পাহাড়ী পুকুর গ্রাম থেকে চোরের দল বাড়ীর দরজায় সীদ কেটে ভিতরে প্রবেশ করে একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে।
এলাকাবাসী জানান শনিবার পাহাড়ীপুকুর গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট মৎস্য চাষি মোন্তাজ আলী ওই দিন রাত ১২টার দিকে তার দিঘী থেকে বাড়ী ফিরে এসে ভিতর বারান্দায় তার মোটর সাইকেলটি তালা দিয়ে রাখে ও পাশের ঘরে ঘুমিয়ে পড়ে। এ দিকে সুযোগ বুঝে রাত ১টার দিকে সংঘবদ্ধ চোরের দল বাড়ীর দরজায় সীঁদ কেটে দরজা খুলে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা মোন্তাজ আলীর টিভিএস মেট্্েরা- ১০০সি,সি কচুপাতা রংঙ্গের মোটর সাইকেল যার চেসিস নং ৫৬৯৩১,ইঞ্জিন নং ১০৮২২০৮ চুরি করে নিয়ে পালিয়ে। এ বিষয়ে মোটর সাইকেল মালিক মোন্তাজ আলী সাপাহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশের এস আই মামুনুর রশিদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।