ধর্ষণ মামলার অভিযুক্তসহ ১২ জন গ্রেফতার

9

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় অভিযুক্ত একজনসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১২ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার ও গত সোমবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ-ওসি (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা কলোনিপাড়ার মৃত চমৎকারের ছেলে শ্রী জয়দেব (৪০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চার বছরের এক শিশুকে গত ১৯ আগস্ট ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির পিতা মামলা দায়ের করেন। ওসি আরো জানান, শ্রী জয়দেব চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে। আজ (গতকাল) মঙ্গলবার বেলা ১১টায় নয়াগোলা বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া সদর মডেল থানা পুলিশ গত সোমবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১ জনকে আটক করে আদালতে প্রেরণ করে বলে জানান ওসি মো. ইদ্রিস আলী।