শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ১৪, ২০২৫ by

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

সারাদেশে সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।  শুক্রবার বিকেলে জেলাশহরের বিশ্বরোড মোড়ে শাহ নেয়ামতুল্লাহ কলেজ গেটের সামনে এই সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে বক্তব্য দেন— সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, জেলা শাখার সাবেক সভাপতি আলী আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সূরা সদস্য আসিফ আল মাহমুদ, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শামসুল হক।
বক্তারা ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবি জানান।
পরে শাহ নেয়ামতুল্লাহ কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।

About The Author

শেয়ার করুন