Last Updated on মার্চ ১৩, ২০২৫ by
ধর্ষকের ফাঁসির দাবিতে নাচোলে বিক্ষোভ শিক্ষার্থীদের
ধর্ষকদের ফাঁসির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাধারণ ছাত্রসমাজের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নাচোল পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
‘বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই’- এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন- সোনাইচন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক ওবাইদুর রহমান, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোস্তফা কামাল, শিক্ষার্থী মিনহাজুল ইসলাম ও খাদিজা খাতুন মিম।
পরে জেলাপরিষদ ডাকবাংলো চত্বরে মিলিত হয়ে সকল ধর্ষকের ফাঁসি দ্রুত বিচার ট্রাইব্যুনালে কার্যকরের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ও সচিব বরাবর একটি স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।