বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ১১, ২০২৫ by

ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই’- স্লোগানকে সামনে রেখে এবং ‘দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে’ চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী প্ল্যাটফরম এই কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেনÑ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান, স্বেচ্ছাসেবক মশিউর রহমান, আকবর আলী, আবু সালেক, হাফিজুর রহমান, রুকাইয়া খাতুন পুস্পা, আব্দুর রহিম, মাহিন খানসহ অন্যরা। মানববন্ধন সঞ্চালনা করেন ওয়ালিদ হাসান মাইনুল।
বক্তারা বলেন- প্রয়োজনে আইন সংস্কার করে ধর্ষকদের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। দেরি হলেই ধর্ষকরা জামিনে বেরিয়ে যেতে পারে। তারা ধর্ষকদের ফাঁসির দাবি জানান।
এদিকে আমাদের গোমস্তাপুর প্রতিনিধি জানিয়েছেন, মাগুরাতে ৮ বছরের শিশু ধর্ষণ ও সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রহনপুরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল কাদের, রহনপুর পৌর ছাত্রশিবিরের সভাপতি নাজির উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাসেল আলী, জ্ঞানচক্র অ্যাকাডেমির সহকারী শিক্ষিকা ঐশী রায়।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

About The Author

শেয়ার করুন