Last Updated on অক্টোবর ২১, ২০২৪ by
দ্রুততম ৩০০ উইকেট শিকারের রেকর্ড এখন রাবাদার
মাত্র ২১ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু পারলেন না। দক্ষিণ আফ্রিাকার পেসার কাগিসো রাবাদার বল যেন বুঝে উঠতে পারছেন না অভিজ্ঞ এই ব্যাটার। শেষমেশ উইকেট দিয়ে আসলেন তিনি। প্রোটিয়া ডানহাতি পেসার উপড়ে ফেলেন ডানহাতি মুশফিকের দুটি স্টাম্প। ২২ বলে ১১ রান করে সাজঘরে ফেরত আসলেন মুশফিক। মুশফিকের উইকেট তুলে দুর্দান্ত মাইলফলক স্পর্শ করেছেন রাবাদা। টেস্ট ক্যারিয়ারে ৩০০ উইকেট পূর্ণ করেছেন তিনি। একইসঙ্গে টেস্ট ক্রিকেটে দ্রুততম ৩০০ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড করেন প্রোটিয়া ডানহাতি পেসার। এর আগে লাল বলের ক্রিকেটে দ্রুততম ৩০০ উইকেটের রেকর্ডটি নিজের করে রেখেছিলেন পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনিস। ওয়াকার ১২ হাজার ৬০২ ডেলিভারি করে এবং রাবাদা ১১ হাজার ৮১৭ ডেলিভারি করে ৩০০ উইকেট নিয়েছেন। ২০১৫ সালে মোহালিতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রাবাদার। তার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে তিন শতাধিক বা তার বেশি উইকেট নিয়েছেন পাঁচজন বোলার। তারা সবাই পেসার। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ঐ পাঁচ বোলার। ডেল স্ট্রেইন ৯৩ ম্যাচে ৪৩৯, শন পোলক ১০৮ ম্যাচে ৪২১, মাখায়া এনটিনি ১০১ ম্যাচে ৩৯০, এ্যালান ডোনাল্ড ৭২ ম্যাচে ৩৩০ ও মরনে মরকেল ৮৬ ম্যাচে ৩০৯ উইকেট শিকার করেছেন।