দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণঅধিকার পরিষদের মানববন্ধন

16

বিদ্যুৎ ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ।  শুক্রবার বিকেলে জেলা শহরের শান্তিমোড়ে গণঅধিকার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য দেনÑ দলটির জেলা শাখার আহ্বায়ক ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির সিফতি ও অলিদ হাসান, সদস্য সচিব মেসবাউল হক, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের রাতুল হাসানসহ অন্যরা।
বক্তারা অবিলম্বে বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবি জানান। এসময় সরকারের সমালোচনাও করেন তারা।