দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে জেলা কৃষক দল। বৃহস্পতিবার সকালে জেলা কৃষক দলের আয়োজনে সংসদ সদস্য হারুনুর রশিদের বাসভবনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আ.ক.ম. সাহেদুল আলম বিশ্বাস পলাশের সভাপতিত্বে সমাবেশে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেকসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করেন এবং অবিলম্বে বাজারমূল্য স্থিতিশীল করার আহ্বান জানান।