Last Updated on জুলাই ৪, ২০২৪ by
দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন ওসাকা
পাঁচ বছর পর উইম্বলডন খেলতে নেমেছিলেন। ভুলের মাত্রা বেশি হওয়ায় দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন চারটি গ্র্যান্ড স্লাম জয়ের মালিক নাওমি ওসাকা। তাকে সরাসরি সেটে হারিয়েছেন ১৯তম বাছাই এমা নাভারো। চারবারের চেষ্টায় তৃতীয় রাউন্ডের বাধা কখন পার হতে পারেননি ওসাকা। গত বছর সন্তান জন্মদানের পর ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নেমেছিলেন। বিগত বছর গুলোতেও নানা সংগ্রামের মধ্যে যেতে হয়েছে। ২০২২ সালে টুর্নামেন্ট খেলা হয়নি ইনজুরির কারনে। তার আগের বছর তো মানসিক স্বাস্থ্যের কথা বলে খেলা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। প্রথম রাউন্ডে র্যাঙ্কিংয়ের ৫৩ নম্বর ডায়ান প্যারির চ্যালেঞ্জের মুখে পড়লেও সেই বাধা টপকাতে পেরেছেন। কিন্তু আমেরিকার নাভারোর কাছে পেরে উঠেননি তিনি। আনফোর্সড এরের সংখ্যাই ছিল ১৬টি! তুলনায় প্যারির ছিল মাত্র ৫টি। তাতে দ্বিতীয় রাউন্ডে ওসাকার হার সঙ্গী হয়েছে ৬-৪, ৬-১ গেমে। ওসাকা ব্যর্থ হলেও ছেলেদের শিরোপা প্রত্যাশী ইয়ানিক সিনার ও কার্লোস আলকারেজরা তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সিনার তুমুল লড়াইয়ের জন্ম দিয়ে মাতেও বেরেত্তিনিকে ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন। লড়াইটা স্থায়ী ছিল তিন ঘণ্টা ৪২ মিনিট। আলকারেজ শুরুতে শঙ্কার জন্ম দিলেও ৭-৬ (৭-৫), ৬-২, ৬-২ গেমে অস্ট্রেলিয়ার অ্যালেক্সান্ডার ভুকিচকে হারিয়েছেন।