শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ২৪, ২০২৪ by

দ্বিতীয় টেস্টে লংকান স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় পেইরিস

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নতুন মুখ হিসেবে শ্রীলংকা দলে সুযোগ পেলেন অফ-স্পিনার নিশান পেইরিস। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া বিশ্ব ফার্নান্দোর জায়গায় দলে নেওয়া হয়েছে পেইরিসকে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর পুনর্বাসনে থাকায় সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি বিশ্ব। বোর্ডের হাই-পারফরমেন্স সেন্টারে পুনর্বাসনের জন্য বিশ্বকে পাঠানো হবে বলে জানিয়ে এক বিবৃতিতে মঙ্গলবার শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) বলেছে, ‘অনুশীলন করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দেয় বিশ্বর।’ তৃতীয়বারের মত দলে সুযোগ পেলেও শ্রীলংকার হয়ে এবার অভিষেকের স্বপ্ন পূরণ হতে পারে ২৭ বছর বয়সী পেইরিসের। এর আগে ২০১৮ সালে এবং এই বছরের শুরুতে মার্চে টেস্ট দলে সুযোগ পেলেও এখনও অভিষেক হয়নি তার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪১ ম্যাচে ২৪.৩৭ গড়ে ১৭২ উইকেট নিয়েছেন পেইরিস। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলংকা ‘এ’ দলের হয়ে প্রথম আনঅফিসিয়াল টেস্টে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলংকা। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে লংকানরা। আগামীকাল বৃহস্পতিবার গল-এ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

About The Author

শেয়ার করুন