দৈনিক গৌড় বাংলা

দ্বিতীয় উষ্ণতম জুলাই দেখলো বিশ্ব

চলতি বছরের জুলাইকে বিশ্বের দ্বিতীয় উষ্ণতম জুলাই হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগের ১৩ মাসের উষ্ণতাকে ছাড়িয়ে গেছে ২০২৪ সালের জুলাই। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেইঞ্জ সার্ভিসের মাসিক প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসের তাপমাত্রা প্রাক-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৪৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর আগের ১২ মাসের তাপমাত্রার গড় ছিল প্রাক-শিল্পযুগের চেয়ে ১ দশমিক ৬৪ ডিগ্রি বেশি। বিশ্বের উষ্ণতম দুটো দিনও ছিল জুলাইয়ের। তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধির জন্য গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ও জলবায়ুর ‘এল নিনো’ পরিস্থিতি বা উষ্ণর পানির ¯্রােতের প্রভাবকে দায়ী করেছেন কোপার্নিকাসের বিশেষজ্ঞরা। কোপার্নিকাসের বিজ্ঞানী জুলিয়ান নিকোলাস বলেন, ‘এল নিনোর প্রভাব শেষ হলেও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিসর বাড়ছে। সার্বিকভাবে, আমরা এখনও এক বছর আগের অবস্থানেই রয়েছি।’ বিগত বছরের তুলনায় চলতি বছরের জুলাইয়ের তাপমাত্রা শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

 

About The Author