দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। যে কোনো দিন ঘোষণা হতে পারে তফসিল। এমনটাই শোনা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনের ভোটার ও ভোট কেন্দ্র নির্ধারণ করেছে জেলা নির্বাচন অফিস।
এ জেলায় মোট ভোটার রয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৩২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৮৩ হাজার ৪৭৮ জন ও মহিলা ভোটার ৬ লাখ ৬৯ হাজার ৮৪৩ জন। ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৫১২টি, নতুন ভোট কেন্দ্র ৪৫টি এবং ভোট কক্ষ ৩ হাজার ৭৮টি ও অস্থায়ী ভোট কক্ষ ১৫১টি। জেলা নির্বাচন অফিস এই তথ্য জানিয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৮৫৯ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার ৪২৩ জন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৩৫৬ ও মহিলা ভোটার ২ লাখ ১৬ হাজার ৭১৫ জন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৪৯ হাজার ৯৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৭ হাজার ২৬৩ জন ও মহিলা ভোটার ২ লাখ ২২ হাজার ৭০৫ জন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৫৮টি। ভোট কক্ষ ১ হাজার ৪৩টি এবং অস্থায়ী ভোট কক্ষ ৭৮টি। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৮২টি, নতুন ভোট কেন্দ্র ২৩টি এবং ভোট কক্ষ ৯৯৩টি ও অস্থায়ী ভোট কক্ষ ৩৩টি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৭২টি, নতুন ভোট কেন্দ্র ২২টি এবং ভোট কক্ষ ১ হাজার ৪২টি ও অস্থায়ী ভোট কক্ষ ৪০টি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সংসদীয় আসন ৩টি হচ্ছেÑ ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ); ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) ও ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর)।
১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত শিবগঞ্জ উপজেলা, ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত নাচোল উপজেলা, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গোমস্তাপুর উপজেলা এবং ৪টি ইউনিয়ন নিয়ে ভোলাহাট উপজেলা, ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত হয় সদর উপজেলা। ৩টি সংসদসীয় আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে গঠিত।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম এইসব তথ্য নিশ্চিত করেছেন।