দোরগোড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : জেলায় মোট ভোটার ১৩৫৩৩২১ জন

19

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। যে কোনো দিন ঘোষণা হতে পারে তফসিল। এমনটাই শোনা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনের ভোটার ও ভোট কেন্দ্র নির্ধারণ করেছে জেলা নির্বাচন অফিস।
এ জেলায় মোট ভোটার রয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৩২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৮৩ হাজার ৪৭৮ জন ও মহিলা ভোটার ৬ লাখ ৬৯ হাজার ৮৪৩ জন। ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৫১২টি, নতুন ভোট কেন্দ্র ৪৫টি এবং ভোট কক্ষ ৩ হাজার ৭৮টি ও অস্থায়ী ভোট কক্ষ ১৫১টি। জেলা নির্বাচন অফিস এই তথ্য জানিয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৮৫৯ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার ৪২৩ জন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৩৫৬ ও মহিলা ভোটার ২ লাখ ১৬ হাজার ৭১৫ জন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৪৯ হাজার ৯৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৭ হাজার ২৬৩ জন ও মহিলা ভোটার ২ লাখ ২২ হাজার ৭০৫ জন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৫৮টি। ভোট কক্ষ ১ হাজার ৪৩টি এবং অস্থায়ী ভোট কক্ষ ৭৮টি। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৮২টি, নতুন ভোট কেন্দ্র ২৩টি এবং ভোট কক্ষ ৯৯৩টি ও অস্থায়ী ভোট কক্ষ ৩৩টি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৭২টি, নতুন ভোট কেন্দ্র ২২টি এবং ভোট কক্ষ ১ হাজার ৪২টি ও অস্থায়ী ভোট কক্ষ ৪০টি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সংসদীয় আসন ৩টি হচ্ছেÑ ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ); ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) ও ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর)।
১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত শিবগঞ্জ উপজেলা, ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত নাচোল উপজেলা, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গোমস্তাপুর উপজেলা এবং ৪টি ইউনিয়ন নিয়ে ভোলাহাট উপজেলা, ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত হয় সদর উপজেলা। ৩টি সংসদসীয় আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে গঠিত।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম এইসব তথ্য নিশ্চিত করেছেন।