চাঁপাইনবাবগঞ্জ দোকান মূল মালিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শহরের চাঁপাই ফুড ক্লাব রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবাবগঞ্জ ক্লাবের সম্পাদক গোলাম জাকারিয়া জাকা। মার্কেট প্রতিনিধি সমন্বয় কমিটি আয়োজিত এ সভায় আরো উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও নাহার গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
অন্ষ্ঠুানে কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক মো. শওকত আলী ও মো. শামিউল হাসান কচির নেতৃত্বে আহ্বায়ক কমিটির ২৪ জন পরিচালককে সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।
পরিচিতি সভায় বক্তারা মার্কেটের সুযোগ সুবিধা বৃদ্ধি, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, ক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা ও দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সমস্যার বিষয়ে কমিটির সকলকে কাজ করার আহ্বান জানান।