বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ২৩, ২০২৫ by

দে আসছে ‘বাজি’ : অ্যাকশন, প্রেম আর উত্তেজনার এক অনন্য মিশেল

গল্পটা প্রেমের, গল্পটা প্রতিযোগিতার, গল্পটা এক বাজিকরের সাফল্য-ব্যর্থতার টানাপোড়েনের। ঈদ উৎসবকে কেন্দ্র করে আসছে ব্যতিক্রমী গল্পের নাটক ‘বাজি’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। তার সঙ্গে আছেন কেয়া পায়েল।
২০ মার্চ প্রকাশিত হয়েছে ১ মিনিট ২০ সেকেন্ডের টিজার, যা ইতোমধ্যে দর্শকদের মাঝে আলোড়ন তুলেছে। বিশেষ করে সংলাপ- ‘তুই সের হইলে, আমি সোয়া সের’Ñ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দর্শকরা প্রশংসা করছেন ফারহানের অভিনয়, তার বডি ল্যাঙ্গুয়েজ ও চরিত্রের প্রতি দুর্দান্ত আত্মনিবেদন।
নাটকের মূল চরিত্র জালাল, এক দক্ষ বাজিকর। তার জীবনে বাজির জয়-পরাজয়ের মাঝেই ঘটে নানা ঘটনা। একদিন এক মুরগি ধরার বাজিতে হেরে গিয়ে সে অপ্রত্যাশিতভাবে পরিচিত হয় আনিকার সঙ্গে, যে কিনা গ্রামের এক সুন্দরী শিক্ষার্থী। এখান থেকেই গল্প নতুন মোড় নেয়। প্রেম, দ্বন্দ্ব, সংঘাত আর শ^াসরুদ্ধকর মুহূর্তের সমন্বয়ে নির্মিত এই নাটকটি দর্শকদের ভিন্ন স্বাদের বিনোদন দেবে বলে আশা করা হচ্ছে।
‘বাজি’ নাটকটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম, চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। পরিচালক বলেন, “বাজি নাটকের মূল বিষয়বস্তু হলো একজন বাজিকরের জীবনসংগ্রাম। এটি শুধু অ্যাকশন থ্রিলারই নয়, প্রেম এবং সম্পর্কের আবেগও এতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। দর্শকরা সাধারণত নাটকে এ ধরনের গল্প কম দেখেন, তাই ‘বাজি’ তাদের জন্য এক নতুন অভিজ্ঞতা দেবে।”
টিজার প্রকাশের পরপরই দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফারহান তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই সাফল্যের পেছনে আমাদের কঠোর পরিশ্রম আর টিমওয়ার্ক কাজ করেছে। টিজার প্রকাশের পর দর্শকদের যে সাড়া পাচ্ছি, তা সত্যিই অবিশ^াস্য! আমার বিশ^াস, ‘বাজি’ এই ঈদে বাজিমাত করবে।”
নাটকটি প্রযোজনা করেছে সিএমভি, আর প্রযোজক ও পরিবেশক হিসেবে রয়েছেন এসকে সাহেদ আলী পাপ্পু। ঈদ উৎসব উপলক্ষে ‘বাজি’-সহ আরও প্রায় ২০টি বিশেষ কনটেন্ট চাঁদরাত থেকে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

About The Author

শেয়ার করুন