দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেশ ছাড়লেন ববিতা

করোনায় আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে ভর্তি ছিলেন দেশের ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী ববিতা। সেখান থেকে চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২২ জুলাই বাসায় ফেরেন তিনি। এবার দেশ ছাড়লেন এই নায়িকা। গত মাসে ববিতার করোনা আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন তার ছোট বোন অভিনেত্রী চম্পা। সে সময়ই তিনি জানান, সুস্থতা ও শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠলেই ববিতা পাড়ি দেবেন কানাডায়। কারণ সেখানে তার একমাত্র ছেলে অনিক থাকেন। আর এই অভিনেত্রীও সময় পেলে ছুটে যান ছেলের কাছে। অবশেষে গত শুক্রবার দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন ববিতা। যাওয়ার আগে অভিনেত্রী বলেছেন, ‘ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি। কানাডার উদ্দেশে রওনা হলাম। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।’ এদিকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে গেল ১৮ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ববিতা। এর আগেও করোনা হানা দিয়েছিল তার শরীরে। করোনার কারণে এবার ছেলের কাছে যেতে পারেননি এই অভিনেত্রী। শুধু তাই নয়, ৩০ জুলাই ববিতা তার ৭১তম জন্মদিনও পালন করতে পারেননি।

About The Author