দেশে ৩ জনের মৃত্যুর দিনে শনাক্ত ২৩৩

6

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৩৩ জন। এই নিয়ে মোট করোনা শনাক্ত হলেন ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জন। একই সময়ে করোনায় মারা গেছেন আরো ৩ জন। এদের নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৯ হাজার ১১১ জন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪১৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠছেন ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ৩৪৮টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩৬৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার ৭৩৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ৭০ হাজার ২৯০টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪৫ লাখ ৬৭ হাজার ৪৪৭টি।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে পুরুষ ১ জন আর নারী ২ জন রয়েছেন। এদের মধ্যে একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, একজনের জয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে এবং আরেকজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগের ২ জন আর রাজশাহী বিভাগের আছেন ১ জন। তিনজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সরকারি হাসপাতালে ২ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।