দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ১২৪ জনই রয়েছে। তবে একই সময়ে আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে নতুন শনাক্ত। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩১ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জন। আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিলেন ২২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৭৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৫ হাজার ৩৩৯টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৩৮৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৬৬১টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ১৩ হাজার ৭৭৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৯১ হাজার ৮৮৬টি।