দেশে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত দেড় হাজার ছাড়িয়েছে। এই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৬২ হাজার ২১৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩৫ জনই রয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দেশে দৈনিক শনাক্তের চিত্র থেকে দেখা যায়, গত বছরের জুন-জুলাই মাসেও শনাক্তের হার ঊর্ধ্বমুখী ছিল। সেপ্টেম্বরের শেষ দিকে এসে তা কমতে থাকে। তবে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি এসে তা আবার বাড়তে থাকে। মার্চের মাঝামাঝি থেকে সংক্রমণ কমতে থাকে। তিন মাস পর আবারো বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। গত কয়েক দিন থেকে যা প্রতিদিনই বেড়ে চলেছে। দেশে বুধবার ১ হাজার ১৩৫ জন এবং গত বৃহস্পতিবার ১ হাজার ৩১৯ জন শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৫০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৩৩টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৮৩৯টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৪১৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।