দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও এই সময়ে শনাক্ত আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৬ জন। এই নিয়ে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৫৩২ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ২১ জন। আর করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ১২৭ জনই রয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩১৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪ হাজার ৬৯৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৭০৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ৫৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ ৩৭ হাজার ৯৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ১৮ হাজার ৯৬১টি।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।