বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ১০, ২০২৫ by

দেশের সিনেমা হলগুলোতে ফিরছে জৌলুস

দর্শক হারাতে বসা সিনেমা হলগুলোতে যেন ধীরে ধীরে ফিরছে জৌলুস। সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত কয়েকটি বাংলা চলচ্চিত্র দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে, যার প্রমাণ মিলছে রাজধানীর সিনেমা হলগুলোতে ‘হাউজফুল’ বোর্ড ঝুলে থাকার দৃশ্যে। সম্প্রতি বেশ কয়েকটি বাংলা সিনেমায় দর্শক আকৃষ্টের পর থেকে ঈদকেন্দ্রিক যেসব সিনেমা মুক্তি পাচ্ছে সবগুলোতেই আকৃষ্ট হচ্ছেন দর্শকরা। ফলে প্রতিটা শো-তেই থাকছে হাউজফুল। দর্শকরা মনে করেন, বাংলা সিনেমার মান উন্নয়নের ফলে হলগুলোতে দর্শকের চাপ বাড়ছে। গত সোমবার রাজধানীর শ্যামলী সিনেমা হলে সরেজমিনে ঘুরে এসব তথ্য জানা গেছে। সরেজমিনে দেখা গেছে, হলটিতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি চলছে। হলের টিকিট কাউন্টারের সামনে টিকিট পেতে দর্শকদের দীর্ঘ সারি। টিকিট বিক্রেতা টিকিট দিতে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া কাউন্টারের ওপর হাউজফুল বিলবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফলে যেসব টিকিট বিক্রি করা হচ্ছে সেগুলো পরবর্তী দিনের অগ্রিম টিকিট। শ্যামলী সিনেমা হলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাঁধন বলেন, আমাদের প্রতিদিন চারটা করে শো চলছে। প্রতিটা শো-তেই হাউজফুল থাকছে। দর্শক মোটামুটি ভালোই আসছে। হলে সিনেমা দেখতে আসা মাহফুজ বলেন, সবসময় সিনেমা দেখা হয় না। ছুটির দিনগুলোতেই মাঝে মধ্যে দেখতে আসি। তিনি আরও বলেন, বর্তমানে আমাদের যেসব সিনেমা মুক্তি পাচ্ছে, সেগুলো দেখার উপযোগী। মোটামুটি অনেকটাই ভালো সিনেমা তৈরি করছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। যার ফলে দর্শকরা আবারও সিনেমা হলে ফিরে আসছেন। আমরাও সুযোগ পেলেই ভালো সিনেমা হলে দেখতে চলে আসছি। টিকিট নিতে আসা সুমাইয়া আক্তার বলেন, বেশ কয়েকটা ভালো সিনেমা মুক্তি পেয়েছে। দেখেও বেশ ভালোই লেগেছে। এই জন্য তাণ্ডব সিনেমার রিভিউ দেখে ভালো লাগার কারণে দেখতে এসেছি। সিনেমা হল সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষী আশরাফুল ইসলাম বলেন, দর্শক আসছে প্রচুর। টিকিট পাচ্ছে না। হাউজফুল থাকছে। এখন সিনেমাগুলো ভালো হচ্ছে তাই মোটামুটি ভালোই দর্শক আসছে।

About The Author

শেয়ার করুন