চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আব্বাসবাজারের দেশবন্ধু পল্লী উন্নয়ন প্রকল্প সমিতিতে সাধারণ মানুষের জমাকৃত টাকা আত্মসাতের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় এক বিজ্ঞপ্তিতে বলে র্যাব জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ উপজেলার কানসাট বহলাবাড়ী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. নাইমুল ইসলাম (২৯), মো. নজরুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা (৩১), পার্বতীপুর গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মো. আসমাউল হক (২৫), কানসাট শিকারপুর গ্রামের সুলতান আলীর ছেলে মো. সোহেল রানা (২৫), শিবনগর গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে মো. কাইউম রেজা (২২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা দেশবন্ধু নামক পল্লী উন্নয়ন/যমুনা নামে একটি এনজিও প্রতিষ্ঠা করে এবং দীর্ঘদিন ধরে প্রতারণা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষকে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে বহু টাকা গ্রহণ করে। গরিব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেয়ার জন্য প্রলোভন দেয়। অসহায় লোকজন তাদের প্রলোভনে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিওকর্মীরা ব্লাংক চেক ব্লাক মেইলের মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এরকম অসংখ্য ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাগঞ্জ ক্যাম্পের একটি চৌকষ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের একপর্যায়ে দেশবন্ধু/যমুনা এনজিওর মালিকসহ প্রতারক চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।