দেবীনগরে এমপি জেসির ত্রাণ বিতরণ

12

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের পানিবন্দি জনসাধারণের মাঝে ২০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী এসব ত্রাণ বিতরণ করেন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ জানান, সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২০০ জনের মাঝে ১০ কেজি করে চাল, ২ কেজি করে চিঁড়া এবং চিনি, তেল ও লবণ বিতরণ করেন সংরক্ষিত আসন ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জের মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
এই সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বিশ্বাস, যুবলীগ নেতা মেসবাহুল জাকের, জেলা যুব মহিলা যুবলীগ সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা, সাবেক ছাত্রলীগ নেতা দানেশ আলী, দেবীনগর ইউনিয়ন পরিষদ চেযারম্যান আব্দুর রহিমসহ অন্যরা। পরে ফেরদৌসী ইসলাম জেসী পানিবন্দি এলাকা পরিদর্শন করেন।