Last Updated on নভেম্বর ৮, ২০২৪ by
দেবিনগরে জামায়াতের পথসভা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নে জামায়াতের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দেবিনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
দেবিনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি ডা. গোলাম মুর্শেদ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মূখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম, সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কবীর, ইসলামি ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সেক্রেটারি আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল বলেন-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্ব দরকার, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে হলে সন্ত্রাসমুক্ত মানুষ দরকার। এজন্য জামায়াত ও ইসলামি ছাত্রশিবিরের প্রয়োজন। সাড়ে ১৭ বছরে সরকার এসেছে, ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু মানবিক মূল্যবোধ ছিলনা। আমারা একটি মানবিক, শান্তিময় চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই।