শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২২, ২০২৪ by

দেড় দশক পর উপস্থাপনায় ফিরলেন আগুন

বাংলাদেশ টেলিভিশনে ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন সংগীতশিল্পী আগুন। টানা তিন বছর সম্প্রচারের পর অনুষ্ঠানটির প্রচার বন্ধ হয়ে যায়। এরপর বিটিভিতে আর দেখা যায়নি তাঁকে। ১৫ বছর পর আবারও একই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ফিরছেন আগুন। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে অনুষ্ঠানটির। এসব পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগতিশিল্পী খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, ‘দেড় দশক পর উপস্থাপনায় ফিরতে পেরেছি, সেজন্য বিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ। এতগুলো বছর অনুষ্ঠানটি বন্ধ ছিল। শিল্পীরা কাজ করতে পারেনি। একটি কথা স্পষ্ট বলতে চাই, শিল্পীদের কাজ বন্ধ করে দেওয়ার যে অপসংস্কৃতি প্রচলিত আছে তা চিরতরে বন্ধ করতে হবে। শিল্পীদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে দেশের সংস্কৃতি ধ্বংস হবে। আমরা তা কখনোই চাই না। আর কোনো শিল্পী যেন কখনো কালো তালিকাভুক্ত না হয় সেটিই চাইব। সবাই যেন তাদের কাজটি স্বাধীনভাবে করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ শিল্পীর বিকাশই ঘটে কাজের মাধ্যমে, সংস্কৃতিরও বিকাশ হয় শিল্পীর কাজের মাধ্যমে। শিল্পীরা একই পরিবারের। এখানে কোনো বিভাজন কাম্য নয়।’ বিগত সরকারের আমলে আগুনের মতো অনেক শিল্পীকে বাংলাদেশ টেলিভিশনে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও বিটিভি ও বেতারে ফিরতে শুরু করেছেন তাঁরা। শিল্পীদের ব্ল্যাক লিস্টেড করলে দেশের সংস্কৃতির ক্ষতি হয়, তাই এমনটা যেন আর না হয়ে সেটাই প্রত্যাশা আগুনের।

About The Author

শেয়ার করুন