Last Updated on নভেম্বর ১৩, ২০২৪ by
দেড়শ কৃষককে সরিষার বীজ ও জৈব সার দিল প্রয়াস
চাঁপাইনবাবগঞ্জে সরিষার বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলার সদর উপজেলার গোবরাতলায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ অফিসে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে এই বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ।
সরিষা চাষ বিষয়ে পরামর্শ প্রদান করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা। এসময় প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল উপস্থিত ছিলেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই বীজ বিতরণ করে।
অনুষ্ঠানে ১৫০ জন কৃষকের প্রত্যেককে সরিষা বীজ, জৈব সার ও ছত্রাকনাশক প্রদান করা হয়।