শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on নভেম্বর ৬, ২০২৪ by

রহনপুর পৌরসভার ২৩ অস্থায়ী কর্মচারীকে পুনর্বহাল

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২৩ জন অস্থায়ী কর্মচারীকে অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত পৌরসভা পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে গত রবিবার তাদের চলতি মাস থেকে কাজে না আসার জন্য মৌখিক নির্দেশনা দেয়া হয়।
এ বিষয়ে গত সোমবার অব্যাহতি পাওয়া কর্মচারীরা পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার শরণাপন্ন হলে বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়া হয়।
এরই প্রেক্ষিতেক বুধবার অনুষ্ঠিত পৌর পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে বর্তমান পৌর প্রশাসক ও ইউএনও নিশাত আনজুম অনন্যা জানান, বুধবার অনুষ্ঠিত পৌর পরিচালনা পর্ষদের সভায় আগের সিদ্ধান্তটি স্থগিত করা হয়েছে। এখন তারা স্ব স্ব পদে কাজ করতে পারবেন।

About The Author

শেয়ার করুন