দেখা মিলল ক্রিকেটার তাপসী পান্নুর

15

অপেক্ষার পালা শেষে এবার দেখা মিলল ক্রিকেটার তাপসী পান্নুর। এরইমধ্যে অনেকেই জেনে গেছেন, ভারতের এক দিনের নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের খবর। যেখানে মিতালির চরিত্রটি তুলে ধরছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।
ক্রিকেটারের চরিত্রে তিনি নিজেকে কীভাবে মানিয়ে নিয়েছেন, তা নিয়ে দর্শক-কৌতূহল ছিল চোখে পড়ার মতো। অবশেষে দর্শকের সেই কৌতূহল মেটাতে সোমবার প্রকাশ করা হয়েছে ‘শাবাশ মিতু’ ছবির টিজার। সেখানে মিতালির ভূমিকায় তাপসীকে দেখে অনেকেই মুগ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুগ্ধতার কথাও প্রকাশ করেছেন অনেকে।এ বিষয়টিকে ‘শাবাশ মিতু’ ছবির জন্য পজিটিভ বলেই মনে করছেন ছবির নির্মাতারা। প্রায় পাঁচ বছর সময় লেগেছে ছবিটি নির্মাণে। ছবিতে মিতালি রাজের জীবনের নানা অজানা দিক ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক সৃজিত মুখার্জি। ক্রিকেটের মক্কা বলে খ্যাত যুক্তরাজ্যের লর্ডসেও শুটিং করেছেন তিনি।অন্যদিকে চরিত্রের জন্য নুশিন আল খাদিরের কাছে প্রশিক্ষণ নিয়েছেন তাপসী। মিতালি নিজেই নিজের কাহিনি তৈরি করেছেন, ক্যাপশনে একথা জানিয়ে টিজার প্রকাশ করেছেন পরিচালক সৃজিত। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, এবার খেলা পালটে যাবে।