Last Updated on জুলাই ৪, ২০২৫ by
দৃষ্টি দিন
একদিকে প্রতিদিনের সকালে মাছের পানি অন্যদিকে বৃষ্টি। দুইয়ে মিলে হাল্কাজলাবদ্ধতা। অন্যদিকে রাস্তার পাশদিয়ে নতুন ড্রেন নির্মাণ করতে গিয়ে খানিকটা নষ্ট। সবমিলিয়ে জেলা শহরের সবচেয়ে ব্যস্ত স্থান নিউ মার্কেটের প্রধান ফটকের পাশেই কাদাপানিতে একাকার। এখান দিয়ে হেঁটে যাতায়াতকারীদের অনেক সময় জুমা স্যান্ডেলে কাদা মেখেই চলতে হচ্ছে। রাস্তাটুকু সংস্কার জরুরি হয়েছে।