বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ১১, ২০২৪ by

দুশ্চিন্তায় তাসনিয়া ফারিণ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ টালিউড সুপারস্টার দেবের সঙ্গে কলকাতার একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে ‘প্রতীক্ষা’ শিরোনামের সিনেমাটি আটকে যাওয়ার উপক্রম। এতে শেষ পর্যন্ত অভিনয় করতে পারবেন কি না তা ভেবে দুশ্চিন্তায় রয়েছেন অভিনেত্রী। সংবাদমাধ্যম অনুযায়ী, অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানান, আপাতত ভারতে যাওয়ার ভিসা বন্ধ থাকায় ‘প্রতীক্ষা’ সিনেমাটিতে কাজ করা নিয়ে অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয়েছে। অভিনেত্রী বলেন, ‘আগামী নভেম্বর থেকে ‘প্রতীক্ষা’র শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণ ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। কারণ এখন থেকেই সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা; এজন্য শিগগির কলকাতায় যেতে হবে।’ ফারিণ আরও বলেন, আবার কবে ভিসা দেওয়া শুরু করবে, তা তো জানি না। এ কারণে ছবিটির কাজের বিষয়টিও অনেকটাই অনিশ্চিত। আমার কপালটাই খারাপ। অভিজিৎ পরিচালিত ‘প্রতীক্ষা’র শুটিং নভেম্বরে শুরু হবার কথা রয়েছে। সিনেমাটির সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতাতেও কিছু অংশের শুটিং হবে। এর আগে গেল বছরে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে টালিউডের বড় পর্দায় অভিষেক ঘটে তাসনিয়া ফারিণের।

About The Author

শেয়ার করুন