Last Updated on মে ২৯, ২০২৫ by
দুর্নীতি প্রতিরোধ বিষয়ে বিতর্ক ও রচনা প্রতিযেগিতা
‘রুখব দুর্নীতি গড়ব দেশ-হবে সোনার বাংলাদেশ’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার জেলা শহরের গ্রিনভিউ স্কুল সংলগ্ন মহিলা কল্যাণ সংসদের মার্জিনা হক মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযাগিতায় ৪টি গ্রুপে ৮টি মাধ্যমিক বিদ্যালয় দল অংশগ্রহণ করে।
বুধবার অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় ক-গ্রুপে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় বনাম ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমি, খ-গ্রুপে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বনাম নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়, গ-গ্রুপে এমএম হক আইডিয়াল স্কুল বনাম বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা এবং ঘ-গ্রুপে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় বনাম চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা দল অংশগ্রহণ করে।
এদের মধ্যে ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমি, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এমএম হক আইডিয়াল স্কুল ও গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল বিজয়ী হয়।
বৃহস্পতিবার এই ৪টি দলের মধ্যে ২টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তার মধ্যে ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমি ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল ফাইনালে ওঠে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড পরবর্তীতে অনুষ্ঠিত হবে এবং ওই দিনই পুরস্কার দেয়া হবে বলে জানান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন— জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি রোকসানা আহমদ, সদস্য মমতাজ মহল ও হুমায়ুন কবির।
দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই প্রতিযেগিতার আয়োজন করে।
নাচোল : অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ নূরুল ইসলামের সভাপতিত্বে মাধ্যমিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বিতার্কিক দল। এতে বিজয়ী হয় এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মুনতাহিনা মৌমি।
কলেজ পর্যায়ে অংশ নেয় নাচোল সরকারি কলেজ ও নাচোল মহিলা ডিগ্রি কলেজ। বিজয়ী হয়েছে নাচোল মহিলা ডিগ্রি কলেজ। আর শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন মৃদুল হাসান।
শেষে বিজয়ী দল, শ্রেষ্ঠ বক্তা ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন— অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন— অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কমিটির সহসভাপতি ও পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেহুদ্দীন, সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক একরামুল হক, উপজেলা আইসিটি অফিসার সোহেল রানা ও নাচোল থানার এসআই আবুল কালাম আজাদ।