দুর্দান্ত বোলিংয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
দিনের প্রথম দুই সেশন ভেসে গেল বৃষ্টিতে। এরপর যতটুকু খেলা হলো, দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদা ও কেশাভ মহারাজের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে অল্পতে থামিয়ে বড় লিডের পথে প্রোটিয়ারা। ত্রিনিদাদ টেস্টের চতুর্থ দিন শেষে ১৫৪ রানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ১৪৫ রান নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে দেয় তারা ২৩৩ রানে। প্রথম ইনিংসে ৩৫৭ রান করা সফরকারীরা দিন শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান নিয়ে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১২৪ রানের লিড এনে দেওয়ার কারিগর মহারাজ ও রাবাদা। আগের দিন ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার মহারাজ এদিন নেন আরেকটি। আর পেসার রাবাদা নিজের তিন শিকারই ধরেন শনিবার। দিনের প্রথম দুই সেশনে একটি বলও খেলা হয়নি বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে। পরে খেলা শুরু হলে শুরুর কঠিন চ্যালেঞ্জ পার করে দেন ক্যাভাম হজ ও জেসন হোল্ডার। ৩৬ রান করা অভিজ্ঞ হোল্ডারকে বোল্ড করে জমে যাওয়া ৪৯ রানের জুটি ভাঙেন এইডেন মার্করাম। পরের ওভারেই জশুয়া দা সিলভাকে বিদায় করে দেন মহারাজ। দ্বিতীয় নতুন বল নেওয়ার পর শুরু হয় রাবাদার ঝলক। নিজের পরপর তিন ওভারে তিন উইকেট নেন তিনি। রাবাদার বলে প্রথম স্লিপে ধরা পড়েন থিতু হয়ে যাওয়া হজ। গুডাকেশ মোটিও ক্যাচ দেন স্লিপে, কেমার রোচ হন এলবিডব্লিউ। জ্যাডন সিলসকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেন লুঙ্গি এনগিডি। ২ ছক্কা ও ৩ চারে ৩২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন নয় নম্বরে নামা জোমেল ওয়ারিক্যান। স্বাগতিকদের ইনিংসে তার চেয়ে বেশি রান করেছেন কেবল দুইজন। তবে কেউই করতে পারেননি ফিফটি। দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ৫ ওভার খেলে দক্ষিণ আফ্রিকা। তাতে দলকে কোনো বিপদ হতে দেননি মার্করাম ও টোনি ডি জর্জি।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৫৭
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯১.৫ ওভারে ২৩৩ (আগের দিন ১৪৫/৪) (হজ ২৫, হোল্ডার ৩৬, দা সিলভা ১, রোচ ৮, মোটি ০, ওয়ারিক্যান ৩৫*, সিলস ৪; রাবাদা ১৮-৩-৫৬-৩, এনগিডি ১১.৫-৫-২৬-১, মুল্ডার ৯-২-২৫-০, মহারাজ ৪০-১৫-৭৬-৪, মার্করাম ১৩-১-৪২-১)
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৫ ওভারে ৩০/০ (ডি জর্জি ১৪*, মার্করাম ৯*; রোচ ২-০-১৫-০, ওয়ারিক্যান ২-০-৪-০, সিলস ১-০-৫-০)