শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ২৮, ২০২৪ by

দুর্গাপূজা উপলক্ষে কোল নারীদের বহ্নিশিখার শাড়ি উপহার

চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার উদ্যোগে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চাতরাপাড়ায় কোল সম্প্রদায়ের নারীদের শাড়ি উপহার দেওয়া হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে গতকাল শনিবার বিকেলে ২৯ জন নারীকে এ উপহার দেওয়া হয়।
এ সময় বাল্যবিয়ের প্রবণতা নিয়ে কোল নারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, সদস্য লিপি রানী সাহা, কুমকুম খাতুন, ছায়া রানী সাহা, গ্রামের মোড়ল লাছাম মুরমু, বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক নির্মল সরেনসহ অন্যরা। কোল নারীদের মধ্যে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন মাংরি হাসদা।

About The Author

শেয়ার করুন