দুই মামলায় ১৪ দিনের রিমান্ডে কাউন্সিলর রাজীব

10

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা অস্ত্র ও মাদক আইনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গত রবিবার মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেসমিন আরা যুবলীগের সাবেক এই নেতার রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি রাজীবকে হাজির করে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। আবেদনের পর রাত ১১টা ১২ মিনিটে আসামিকে আদালতে তোলা হয়। এরপর রাত ১১টা ৫০ মিনিটে রিমান্ডের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। রাজীবের পক্ষে তাঁর আইনজীবী মো. মেজবাহ উদ্দিন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীবকে গ্রেপ্তার করে র‌্যাব। সেখান থেকে আগ্নেয়াস্ত্র, মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র‌্যাব-১। গত রবিবার রাতেই র‌্যাব আসামি রাজীবকে ভাটারা থানায় হস্তান্তর করে।