Last Updated on জুন ২৫, ২০২৫ by
দুই বছরের কারাদণ্ড এড়াতে ৪ বছর পলাতক বাবু অবশেষে গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে উপজেলার মনাকষা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে, প্রায় চার বছর ধরে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবু। তিনি শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী-দর্জিপাড়ার রাজ্জাক আলীর ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাবুর বিরুদ্ধে ২০২১ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে আদালত ওই মামলায় বাবুকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান ও ৩ হাজার টাকা জরিমানা করেন।
গ্রেপ্তারের পর বাবুকে থানায় হস্তান্তর করা হয় বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে।