চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়ক থেকে গত বুধবার নজরুল ইসলাম (৬০) নামে এক কসাইয়ের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। উদ্ধারের দুই দিনের মধ্যে নজরুল ইসলামের মৃত্যুর রহস্য উদ্্ঘাটন করেছে পুলিশ।
পরকীয়ার কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে তার স্ত্রী লালবানু ও প্রেমিক শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গত ১১ মে সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর এলাকা থেকে নজরুলের মরদেহটি উদ্ধার করে পুলিশ। নজরুল রহনপুর পৌর এলাকার ইসলামনগর মহল্লার বাসিন্দা।
এ ঘটনায় নিহত নজরুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। গোমস্তাপুর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ ৬ জনকে আটক করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নজরুল ইসলামের তৃতীয় স্ত্রী লালবানু পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে স্ত্রীকে বাধা দেন এবং মারধর করেন নজরুল ইসলাম। শাকিলকেও গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে লালবানু ও শাকিল নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ রহনপুর-আড্ডা সড়কের নজরপুর এলাকার রাস্তার পাশে ফেলে রাখা হয়। স্থানীয়রা নজরুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ওইদিন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পুলিশ হত্যার রহস্য উদ্্ঘাটনে তৎপরতা শুরু করে।
এরপর মৃত্যুর রহস্য উদ্্ঘাটনে মাঠে নামে জেলা গোয়েন্দা শাখার একটি টিম। লাশের পাশে থাকা একটি প্লাস্টিকের দড়ির সূত্র ধরে ভিকটিমের তৃতীয় স্ত্রী লালবানুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। প্রেমে বাধা দেয়ার কারণে নজরুল ইসলামকে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে জানতে পারেন গোয়েন্দারা।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, এ ঘটনায় আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্্ঘাটন করা হয়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির স্ত্রী লালবানু তার পরকীয়া প্রেমিক শাকিলকে নিয়ে স্বামী নজরুল ইসলাম ওরফে এসলাম কসাইকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন।
নিহত নজরুল ইসলামের একাধিক স্ত্রী রয়েছে বলে জানা গেছে।
Home চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর দুই দিনেই নজরুলের মৃত্যু রহস্য উদ্্ঘাটন, পরকীয়ার জেরে শ্বাসরোধে হত্যা