বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ২৩, ২০২৫ by

দীর্ঘ তিন মাস পর ভারতে মুক্তি পাচ্ছে সাকিবের ‘দরদ’

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্যান ইন্ডিয়ান সিনেমা দাবি করলেও সিনেমাটি এতদিন ভারতে মুক্তি পায়নি। অবশেষে দীর্ঘ তিন মাস পর সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ জানিয়েছে, মুক্তির তিন মাস পর আগামী ২৮ ফেব্রুয়ারি ভারতে সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের পেজে লিখেছে, ‘‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।’’ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। প্রযোজক অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক (হিন্দি) করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)। সিনেমাটি প্যান ইন্ডিয়ান দাবি করা হলেও ভারতে মুক্তি না পাওয়ায় বেশ সমালোচিত হন নির্মাতা। এমনকি এটি যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, পাকিস্তানসহ বিশে^র বিভিন্ন দেশে মুক্তি পেলেও ভারতে মুক্তি পায়নি।

About The Author

শেয়ার করুন