রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ৭, ২০২৪ by

দীপিকার মা হওয়ার সংবাদ ভুয়া

মা হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন! সেটিও নির্ধারিত সময়ের একমাস আগে! ছেলে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী, এমন সংবাদে উচ্ছ্বসিত হয়ে পড়েন তার ভক্ত অনুরাগীরা। তবে সংবাদটি ভুয়া। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। যে ছবির মাধ্যমে দাবি করা হচ্ছে যে, একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ছবিটিতে খাটে শোয়া অবস্থায় দেখা যাচ্ছে দীপিকাকে। হাসপাতালের বিছানার পাশে রণবীর দাঁড়িয়ে। তার হাতেই ছোট্ট ছেলেটি, নরম তোয়ালেতে জড়ানো। আর এই ছবি দেখে প্রাথমিকভাবে অনেকেই মনে করেন যে এই দম্পতি বাবা-মা হয়েছেন। তবে পরবর্তীতে জানা যায়, ছবিটা ভুয়া। মর্ফ করা ছবি এটি। বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থাতেই রয়েছেন দীপিকা। সেপ্টেম্বর মাসে সন্তান প্রসবের কথা রয়েছে তার। প্রথম সন্তানের অপেক্ষায় অধীর অপেক্ষায় দীপবীর জুটি। আপাতত কোনো কাজ করছেন না দীপিকা। ৩৮ বছরের অভিনেত্রী রয়েছেন বিশ্রামেই। কখনো মুম্বাই আবার কখনও মা-বাবার কাছে বেঙ্গালুরুতে সময় কাটাচ্ছেন। চলতি বছর মার্চ মাসে সন্তান আসার খবর জানিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তবে এরপর অনেক জলঘোলা হয় দুজনকে নিয়ে। প্রায় ৫ মাস অবধি সেভাবে বেবিবাম্প দেখা যায়নি তার। ফলে অনেকেরই ধারণা হয়, হয়তো বা তাঁরা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত নিজের বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সবাইকে স্বস্তি দেন দীপিকা। দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’তে। অভিনেত্রী হাতে রয়েছে ‘সিংহাম এগেইন’-এ। রণবীর সিংকে সামনে দেখা যাবে পরিচালক আদিত্য ধরের সিনেমায়। এতে আরো রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপালের মতো তারকা। এছাড়াও ‘ডন থ্রি’তে দেখা যাবে রণবীরকে।

About The Author

শেয়ার করুন