দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

5

দিনাজপুর শহরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী একজন নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। সরকারি কলেজ মোড়ে সোমবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান।
নিহত সফিকুল ইসলাম (৩৫) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন বলে জেলা বিএনপির সদস্য বখতিয়ার আহমেদ কচি জানান।
আহত জাকিউল আফতাব বাবু (৮২) ও সলেমানকে (৩৫) দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে দিয়ে ওসি বলেন, তিন মোটরসাইকেল আরোহী বীরগঞ্জ থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে বিপরীতমুখী একট ট্রাকের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সফিকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে যায় বলে ওসি জানান।