Last Updated on সেপ্টেম্বর ৩০, ২০২৪ by
দিনাজপুরে ভ্যানে ট্রাকের ধাক্কা, ২ যাত্রীর মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। সোমবার সকাল সাড়ে ৭টায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ মাছবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের একজনের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপুর এলাকায়। অপরজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘোড়াঘাট থানার ওসি মোহাম্মদ নাজমুল হক বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি ট্রাক ঘোড়াঘাটের রানীগঞ্জ মাছবাজার এলাকা অতিক্রম করার সময় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতরা ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।