বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৬, ২০২৫ by

‘দা লায়ন ইজ ব্যাক’, বুমরাহকে ফিরে পেয়ে মুম্বাইয়ের হুঙ্কার

‘আঙ্গাদ, একটা গল্প শোনাই তোমাকে। একটি ছানা ছিল, ২০১৩ সালে যে প্রবেশ করে এক জঙ্গলে। রান, ছক্কা আর বাউন্ডারিতে পরিপূর্ণ এক জঙ্গল। যেখনে সবাই ছিল ভীত, সেখানে সে দেখাল সাহস। বছরের পর বছর অনেক যুদ্ধে লড়াই করল সে। টিকে থাকার জন্য লড়াই করল, মর্যাদার জন্য লড়াই করল। সে জিতেছে, সে হেরেছে। কিন্তু কখনও হাল ছাড়েনি। এই লড়াইগুলো তার ভেতর আঁচড় কেটে গেছে। কিন্তু তাকে থামাতে পারেনি। একসময়ের সেই ছানা এখন এক সিংহ। দা লায়ন ইজ ব্যাক। ফিরে এসেছে জঙ্গলের রাজা হতে, আবার।” আঙ্গাদের বয়স দেড় বছর। তাকে গল্পটি শোনালেন মা সানজানা গানেশান। মা-ছেলের পরিচয় পাওয়ার পর গল্পের সেই ‘লায়ন’ কে, সেটিও বুঝে ফেলার কথা অনেকের। সামাজিক মাধ্যমে মা-ছেলের চমৎকার একটি ভিডিও কন্টেন্ট দিয়েই ‘সিংহ’ জাসপ্রিত বুমরাহকে স্বাগত জানাল মুম্বাই ইন্ডিয়ান্স। গোটা আইপিএল ক্যারিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সেই খেলেছেন বুমরাহ। আলাদা করে তবু তাকে স্বাগত জানানোর কারণ, চোট কাটিয়ে দলে যোগ দিয়েছেন ৩১ বছর বয়সী ফাস্ট বোলার। মৌসুমের প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে ধুঁকতে থাকা দলের জন্য বড় প্রেরণার খবর এটি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিমের কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েই দলে যোগ দিয়েছেন বুমরাহ। তিনি কতটা ফিট বা শরীরের অবস্থা কেমন, সেটি নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা অবশ্য কোনো পক্ষ থেকে দেওয়া হয়নি। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর চোটের কারণে কোনো ধরনের ক্রিকেটে আর খেলতে পারেননি বুমরাহ। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়ার আশা করলেও শেষ পর্যন্ত পায়নি ভারত। দলের সেরা বোলারকে ছাড়াই চ্যাম্পিয়ন হয় রোহিত শার্মার দল। বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সিলেন্সে পুনবার্সনে থাকা বুমরাহকে নিয়ে সুখবর আসেনি সেই আসর শেষেও। আইপিএলের শুরুর ম্যাচগুলিতেও দর্শক হয়ে থাকতে হয় তাকে। অবশেষে এখন তিনি মাঠে ফেরার কাছে। মুম্বাই ইন্ডিয়ান্সের সাপোর্ট স্টাফ ও কোচ মাহেলা জায়াওয়ার্দেনে এখন বুমরাহ অবস্থা বুঝে তাকে খেলানোর সিদ্ধান্ত নেবেন। সোমবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তাকে খেলানোর সম্ভাবনা অবশ্য সামান্যই। পরের ম্যাচের আগে বিরতি আছে পাঁচদিনের। ধরণা করা হচ্ছে, এই সময়টায় তাকে আরও পোক্ত হয়ে ওঠার সময় দেবে দল। আগামী রোববার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন তিনি। ২০১৩ সালে আইপিএল ক্যারিয়ারের শুরু থেকে এই দলেই খেলেছেন বুমরাহ। ২০২৩ আসরে তিনি খেলতে পারেননি চোটের কারণে। আইপিএলে মুম্বাইয়ের হয়ে ১৩৩ ম্যাচে ১৬৫ উইকেট শিকার করেছেন তিনি ওভারপ্রতি ৭.৩০ রান দিয়ে। ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন দুইবার, চার উইকেট দুইবার।

About The Author

শেয়ার করুন