রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১১, ২০২৪ by

দাদু ভাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লাহাপাড়া

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২নং ওয়ার্ডের চরমোহনপুর মধ্যপাড়ায় দাদু ভাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লাহাপাড়া ফুটবল দল। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে জিরো পয়েন্ট ফুটবল দল। বৃহস্পতিবার বিকেলে চরমোহনপুর মধ্যপাড়া ফুটবল মাঠে চূড়ান্তটি অনুষ্ঠিত হয়।
খেলার নির্দিষ্ট সময়ে উভয় দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। এতে লাহাপাড়া ফুটবল দল জিরো পয়েন্ট ফুটবল দলকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন- স্থানীয় কাউন্সিলর মো. ইব্রাহিম, জেলা ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফায়জার রাহমান কনক ও ব্যবসায়ী মো. নাজমুল হাসান।

About The Author

শেয়ার করুন