চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উচ্চ বিদ্যালয় চত্বরে শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি আবু আহমদ নজবুল কবির (মুক্তা)র সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহবান জানান। তিনি আরো বলেন,আমার সৌভাগ্য যে, আমি যে কলেজে পড়াশুনা করেছি(খুলনা বি, এল, কলেজ) সে কলেজের অধ্যক্ষ এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র এবং এ বিদ্যালয় তাঁর পিতার দ্বারা প্রতিষ্ঠিত। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার, আব্দুল মান্নান, দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, হারুন অর রশিদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ইদ্রিস আহমদ মিঞাঁর পৌত্র তৌফিক আহমেদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজের সাবেক শরীর চর্চা বিষয়ক শিক্ষক লোকমান হোসেন বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির সহ-সভাপতি তোহিদুল আলম টিয়া সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ী গণ। শেষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।