দাইপুকুরিয়ায় ভলিবল টুর্নামেন্টে হোগলা ভলিবল দলের জয়
68
শিবগঞ্জ উপজেলা দাইপুকুরিয়া ইউনিয়নের রাইজিং ক্লাব আয়োজিত আড়গাড়া গরু হাট মাঠে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টে সোমবারের খেলায় জয় পেয়েছে হোগলা ভলিবল দল। তারা ১২৭-৫৬ পয়েন্টে বাঘাটোলা ভলিবল দল কে পরাজিত করে।