Last Updated on জুন ৪, ২০২৪ by
দশ সদস্যের মধ্যে ছাগল বিতরণ মৎস্য অফিসের
চাঁপাইনবাবগঞ্জে ১০ জন গরিব অসহায় সুফলভোগীর মধ্যে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (মৎস্য অধিদপ্তর অংশ) প্রকল্পের আওতায় সদর উপজেলা মৎস্য অফিস ২টি করে ছাগলসহ উপকরণগুলো বিতরণ করে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, ভাইস চেয়ারম্যান তৌসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাসুদ রানা জানান, সদস্যদের বিকল্প আয়বর্ধনমূলক কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে ছাগল ও উপকরণ দেয়া হলো। তারা ছাগল লালন-পালন করে বাড়তি আয় করবে এবং সংসারে সচ্ছলতা সৃষ্টি করবে।