Last Updated on জুন ২৭, ২০২৪ by
দলের অর্জনে যা বললেন আফগান অধিনায়ক
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছে আফগানিস্তান। বড় বড় দলকে পাশ কাটিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানরা। তবে ফাইনালের উঠার লড়াইয়ে আর পেরে ওঠেনি তারা। দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে আফগানরা। এমন হারের পরও সন্তুষ্ট প্রকাশ করেছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেন, ‘দল হিসেবে এটা আমাদের জন্য এটি কঠিন ছিল। আমরা হয়তো আরও ভালো করতে পারতাম কিন্তু পরিস্থিতি অনুযায়ী তা করতে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেট এমনই হয়, আপনাকে সব কন্ডিশনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি তারা সত্যিই ভালো বোলিং করেছে।’ বোলারদের প্রশংসা করে আফগান অধিনায়ক আরও বলেন, ‘আমি মনে করি এই টুর্নামেন্টে আমরা ভালো সাফল্য পেয়েছি কারণ পেসাররা সত্যিই ভালো বোলিং করেছে। আমি মনে করি মুজিবের ইনজুরি দুর্ভাগ্য কিন্তু আমাদের পেসাররা এমনকি নবিও নতুন বলে দুর্দান্ত বোলিং করেছে। এটা স্পিনার হিসেবে আমাদের কাজকে সহজ করে দিয়েছে।’ এটা কেবল শুরু উল্লেখ করে রশিদ বলেন, ‘আমরা এই টুর্নামেন্ট উপভোগ করেছি। এটা আমাদের জন্য মাত্র শুরু, এরপর কোনো দলকে হারানোর আত্মবিশ্বাস ও বিশ্বাস আমাদের আছে। আমরা শুধু আমাদের প্রসেস ধরে রাখতে চাই। এটা আমাদের জন্য একটি অভিজ্ঞতা। আমরা জানি আমাদের দক্ষতা আছে, এটি কেবল কঠিন পরিস্থিতি। কিছু কাজ করতে হবে, বিশেষ করে মিডল অর্ডারে ইনিংসকে বড় করে নিয়ে যেতে হবে।’